




ঢোল আমাদের দেশীয় বাদ্যযন্ত্রগুলোর মধ্যে অন্যতম। ঢোলের তাল, সত্যি আমাদেরকে বিমোহিত করে। একটি ব্যান্ড পার্টি বা যন্ত্রী দলের মধ্যে ঢোল বাদকের প্রতি সবার নজর একটু বেশিই থাকে! সে তালের মুর্ছনার পাশাপাশি নিজের শরীরের বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে সবাইকে মাতিয়ে রাখে সবসময়। তাছাড়া ইদানিং ঢোল বাদকের লম্বা ও বাবরি চুলের ঝলক তার বাজনায় এক নতুন মাত্রা যোগ করে। লোক মুখে এই ধরণের যন্ত্রশিলীদের ‘‘ঢোলী” হিসেবেই বেশি পরিচিত।
ছবিগুলো বান্দরবান সদরের ইসলামপুর এলাকা থেকে তোলা।
ছবি কারিগর ও স্বত্ব :: সুমিত বণিক
Spread the love