নিজস্ব প্রতিবেদক : ট্রাভেলেটস অফ বাংলাদেশ – ভ্রমণকন্যা হলো বাংলাদেশে নারীর ক্ষমতায়নে কাজ করা একটি অলাভজনক প্রতিষ্ঠান। ২৮ মে বিশ্ব মাসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী (২২-২৮ মে) বিভিন্ন আয়োজন ও উদ্দীপনার মধ্য দিয়ে অনলাইনে দিবসটি পালন করতে যাচ্ছে ভ্রমণকন্যা পরিবার। “মাসিক স্বাভাবিক” এই সচেতনতা ছড়িয়ে দিতে ইতোমধ্যে ৬৪ টি জেলায় গুরুত্বপূর্ণ প্ল্যাকার্ড হাতে সবাইকে সচেতন করেছেন ভ্রমণকন্যার স্বেচ্ছাসেবকেরা।
শিক্ষার্থীদের জন্য আগামী ২৫ মে পর্যন্ত চলবে প্রজনন স্বাস্থ্যের উপর পোস্টার ডিজাইন প্রতিযোগিতা। বিজয়ীদের জন্য রয়েছে বই, সার্টিফিকেট সহ অন্যান্য উপহারসামগ্রী। এই প্রতিযোগিতায় স্পন্সরশীপ হিসেবে সাথে আছে ইয়াং বাংলা এবং প্রথম আলো। ২২ মে সন্ধ্যা ৭ টা থেকে মাসিক স্বাস্থ্য নিয়ে বিস্তারিত আলোচনার মধ্য দিয়ে ভ্রমণকন্যার ফেসবুক লাইভে শুরু হবে এই ইভেন্ট।
২য় দিন স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার শাহলা খাতুন এর সাথে মাসিকের বিভিন্ন জটিলতা নিয়ে থাকবে প্রশ্নোত্তর পর্ব। ৩য় দিন থাকবে বিভিন্ন পেশাজীবি নারীদের সাথে মাসিক স্বাস্থ্য সম্পর্কে তাদের মতামত নিয়ে আলোচনা। অতিথি হিসেবে থাকবেন, বাংলাদেশ মহিলা জাতীয় ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন, বাংলাদেশের প্রথম নারী এভারেস্ট জয়ী নিশাত মজুমদার, ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রান্সপোর্ট শাখার যুগ্ম কমিশনার শামীমা বেগম, ভ্রমণকন্যার উপদেষ্টা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্ম-সচিব নুরুন আখতার, হেরিটেজ ট্রাভেলার খ্যাত এলিজা বিনতে এলাহী।
৪র্থ ও ৫ম দিন মাসিক স্বাস্থ্য নিয়ে কাজ করে এমন ১০ টি জাতীয় সংস্থার সাথে পরিচয় এবং আলোচনা। ৭ম দিন (২৮ মে) ভিন্ন ভিন্ন দেশের ৫ টি আন্তর্জাতিক সংস্থার সাথে আলোচনা এবং সর্বশেষ পোস্টার প্রতিযোগীতার বিজয়ীদের নাম ঘোষণার মধ্য দিয়ে সপ্তাহব্যাপী কার্যক্রম শেষ হবে। ৪র্থ, ৫ম ও ৭ম দিনে ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন প্যানেলিস্টদের ক্রমানুসারে নামগুলো হচ্ছে নন্দিতা সুরক্ষা, অগ্রগ্রাহী ফাউন্ডেশন, ক্যাম্পেইন রেড, বিএমএসএস, অপরাজিতা, বেস্ট এইড, ঋতু, এক টাকায় চিকিৎসা (বিদ্যানন্দ ফাউন্ডেশন), নারীর স্বাস্থ্য সুরক্ষা ফোরাম, উইথ শি, মেরি বডি, টিম ফ্রী স্যানিটারি প্যাড, বুলান সিস্টার, ওয়াইএআরএফ, লাভ ইউর মেন্সেস এবং পার্লন্স মেন্সট্রুয়েস।
পোস্টার প্রতিযোগিতায় বিচারক হিসেবে থাকবেন বিশিষ্ট কার্টুনিস্ট ও লেখক আহসান হাবিব, স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. নৌশিন শারমিন পূরবী, ডাঃ দেবব্রত আইচ মজুমদার এবং প্রথম আলোর ইলাস্ট্রেশন স্পেশালিষ্ট আরাফাত করিম। প্রতিষ্ঠানটির যৌথ প্রতিষ্ঠাতা ডাঃ মানসী সাহা এবং ডাঃ সাকিয়া হক জানান, “২৮ মে মাসিক স্বাস্থ্য দিনটিকে উদযাপনের মধ্য দিয়ে আমরা চেষ্টা করছি সারা বাংলাদেশের মানুষকে এই ব্যপারে সচেতন করতে। আমাদের অনেকগুলো প্রজেক্টের মধ্যে একটি হচ্ছে নারীর চোখে বাংলাদেশ। এই প্রজেক্টের কার্যক্রমের মাধ্যমেই ইতোমধ্যে বাংলাদেশের ২৩ হাজারেরও বেশি সংখ্যক স্কুলগামী মেয়েদের সাথে আমরা ওয়ার্কশপ করেছি। তাদেরকে এই কার্যক্রমের মাধ্যমে আমরা বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ, প্রজনন স্বাস্থ্য, আত্মরক্ষা কৌশল এবং খাদ্য-পুষ্টির মত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে অবগত করেছি। নারীর ক্ষমতায়ন ও কুসংস্কার দূরীকরণের মাধ্যমে মানবিক বাংলাদেশ গঠনের লক্ষ্যে কাজ করছে ট্রাভেলেটস অফ বাংলাদেশ- ভ্রমণকন্যা। ইভেন্ট সম্পর্কে আরও জানতে চোখ রাখতে পারেন ভ্রমণকন্যার ফেসবুক পেজে https://fb.me/e/3u2u11WR3 ”